যোগাযোগ ব্যবস্থাঃ
লঞ্চ, নৌকা, রিক্সা, অটো-রিক্সা, সিএনজি, চালিত যানবাহন দিযে এলাকার লোকজন যাতায়াত করেন।
যোগাযোগের ÿÿত্রে এলাকাটি (২) দুটি ভাগে বিভক্ত।
১। বড়াইল, খারঘর, জালশুকা এই তিনটি গ্রামের লোকজন জেলা শহর যাতায়াত স্থল পথে রিক্সা, অটো রিকসা, সিএন.জি, মাইক্রোবাস ইত্যাদি এবং উপজেলায় যেতে যানবাহন লঞ্চ, নৌকা, স্পিড বোর্ড ইত্যাদি জল পথে চলাচল করতে হয়।
২। গোসাইপুর, মেরাতুলী, চরগোসাইপুর, রাধানগর, এই সকল গ্রামের লোকজন নৌকা ও লঞ্চ দিয়ে জেলা ও উপজেলা শহওে আসা যাওয়া করিতে হয়। বষাকালে এক গ্রাম থেকে অন্য গ্রামে ৬০% লোক নৌকা যোগে যাতায়াত করা দ্বারা উপায় থাকে না।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS