২। বড়াইল খাজাসুফী সাধক হযরত খাজা হুসাইন চিশতীর মাজার শরীফঃ বড়াইল ফকির বাড়ির মাজারটিতে প্রতি বছর নিদ্দিষ্ট তারিখে ওরছ মোবারক হয়। উক্ত ওরছ মোবারকে প্রতি বছর হাজার হাজার মানুষ এসে অনুষ্ঠানে আসেন। ৬০ বছরের পুরোনো মসজিদেও ন্যায় গম্বুজ যা দেখার জন্র সবার আকর্ষন কেড়ে নেয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস