Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

স্বাগতম বড়াইল ইউনিয়ন তথ্য বাতায়নে, ওয়েব সাইডটি ভিজিট করার জন্য ধন্যবাদ, তথ্য হালনাগাদ ও এর মান উন্নয়নে পরামর্শ দিয়ে সহায়তা করার অনুরোধ রইল।




বড়াইল ইউনিয়নেরইতিহাস

 

*    বড়াইল ইউনিয়ন ভৌগলিক অবস্থানঃউত্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়ন খোলাপাড়া গ্রাম, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়ন চিলোকুট গ্রাম, দক্ষিণে ঐতিহ্যবাহী তিতাস নদী, পশ্চিমে খারঘর গণকবর সংলগ্ন হইতে গোসাইপুর পর্যমত্ম পাগলা নদী তীরবর্তী অবস্থান।

 

*    বর্ননাঃইউনিয়ন পরিষদটি মোট জায়গা ১০৭ শতক। হাজী মিন্নত আলী, পিতা- মৃতছুরত আলী সাং- গোসাইপুর, ডাকঘর- জালশুকা, উপজেলা- নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। সে সত্বত্যাগ করিয়া জনস্বার্থে এই জমিটি ১৯৮০ সাওে দান করিয়াছেন। ইউনিয়নের পরিষদ এবং ভবনটি (দঃ) মুখি উল্টা এর মতো। ইহাতে ১টি হল রম্নম। ১টি চেয়ারম্যান  বসার রম্নম আরেকটিতে সচিব ও কম্পিউটার রম্নম হিসাবে ব্যবহৃত হচ্ছে। জায়গাটি (প:) দিদেক কবরস্থান উত্তর দিকে ফসলী জমি (দ) দিকে কমিউনিটি হাসপাতাল পূর্বে কালা মিয়া। ৩২টি সুজাতি গাঠসহ অসংখ্য জাম গাছ রহিয়াছে। নথিপত্র রাখার জন্য ১টি ষ্টিলের আলমারী ১টি কেবিনেট ফাইল রহিয়াছে চেয়ারম্যান চেয়ার ও সেক্রেটারী ১টি টেবিল রহিয়াছে। এছাড়া কম্পিটার রম্নমে ২টি টেবিল আছে।